টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব ড্রেজার ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম হোসাইন ও ভূঞাপুর থানার এসআই লিটন মিঞা।
সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম হোসাইন জানান, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। গতকাল এবং আজ দুইদিন অভিযান চালিয়ে বেশ কয়েকটি ড্রেজার ধ্বংস ও পাইপ গুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।