প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ৫:২৭
গত রবিবার ( ১৫ নভেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী 'মহানগর প্রভাতী' ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার এক হাফেজ কামাল উদ্দিন ভূঁইয়া ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে মাদ্রাসার অনুদানের ১ লক্ষ সাড়ে ৭ হাজার টাকার ব্যাগ ভুল করে নিজের আসনে ফেলে চলে যান৷ পাশের আসনে বসে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির আল-মাসুম সেই টাকার ব্যাগটি দেখতে পায় এবংকি তার সততার পরিচয় দিয়ে মাসুম সেই টাকা ট্রেনে থাকা পুলিশ কন্সটেবল আতিকুল ও জাকিরের সহযোগীতায় চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে জিডির মাধ্যমে হস্তান্তর করেন। তারপর ব্যাগে থাকা কার্ডের মাধ্যমে যোগাযোগ করে সেই ব্যক্তিকে টাকা সহ ব্যাগটি ফিরিয়ে দেওয়ার আশ্বস্ত করেন৷
আজ সোমবার ( ১৬ নভেম্বর ) সন্ধ্যায় চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি কামরুলের মাধ্যমে সেই ব্যক্তিকে সনাক্ত এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তার হাতে মোট ১ লক্ষ সাড়ে ৭ হাজার টাকা সহ ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়। টাকা ও ব্যাগ হাতে পেয়ে হাফেজ কামাল উদ্দিন ভূইয়া আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং সাব্বির আল-মাসুম ও পুলিক কতৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানান তারসাথে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।