প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ২০:২২
বরিশালে অবৈধ বালুবাহী ট্রলী চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪জন। সোমবার সকাল ১০টার দিকে বরিশাল-নেছারাবাদ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা হলেন ডহরপাড়া গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী পারুল বেগম (৭০)। ঘটনাস্থল পরিদর্শন করেছে উজিরপুর থানা পুলিশ।
আহতরা হলেন ট্রলির চালক, হেলপার ও স্থানীয় দুই ব্যক্তি। এদিকে এ দুর্ঘটনার পরপরই উজিরপুর থানার উপ পরিদর্শক রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।