প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১৮:৬
আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে সভা পরিচালনা করেন, ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ঈমান উদ্দিন। সভায় আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। সভায় করোনা কালীন সময়ে স্কুল ব্যবস্থাপনা, বছর শেষে করনীয়তাসহ সার্বিক বিষয় সম্পর্কে মতবিনিময় করা হয়।