সাভারের আশুলিয়ায় একটি কষ্টি পাথরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪, সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার।এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বটতলা থেকে মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি কালো রংয়ের কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ২১.৫ সেন্টিমিটার ও প্রস্থ ৭.৬ সেন্টিমিটার। তবে মূর্তিটি কষ্টি পাথরের কি না তা নিশ্চিত হওয়া যায় নি। আদালতের মাধ্যমে এব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
সিপিসি-২, র্যাব-৪ সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার জানান, গ্রেপ্তারকৃতরা পুরাকীর্তি চুরি করে অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তারকৃতদের ছবি এবং নাম প্রকাশ করা যাচ্ছে না বলে জানান র্যাবের এই কর্মকর্তা।