প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ২১:২৩
দেশে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৩৭ জন, আক্রান্ত হয়ে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর জানা গেছে, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন। মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১৯৪ জন।