“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিবাদ্য নিয়ে টাঙ্গাইলে ভূঞাপুরে গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২নভেম্বর) বিকেলে উপজেলার গারাবাড়ি এলাকায় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভূঞাপুরে ১১০টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। প্রতিটি পরিবারের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা ঘর নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছঃ নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাস তোতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।