প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ২৩:৪
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাহিরের প্রায় দেড় টন ময়লা-আবর্জনা পরিস্কার করেছে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ওই সংগঠনের ৫৫ জন স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
সংগঠন সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাহির থেকে ৫৫ টি পলির বস্তায় ময়লা-আবর্জনা সংগ্রহ করা হয়। ওই ময়লা-আবর্জনা নিরাপদ দূরত্বে পুড়িয়ে ধ্বংস করে ছাই মাটিতে পুতে ফেলা হয়। সংগঠনের উপজেলা সমন্বয়কারী বিশ^জিৎ চন্দ্র দে জানান, সম্পূর্ন স্বেচ্ছাশ্রমে সামাজিক দায়বদ্ধতায় স্থান থেকে তাঁরা এ কাজগুলো করছেন। আগামী শুক্রবার পৌর শহরের প্রধান সড়ক ও এর আশ-পাশে পরিচ্ছন্নতা অভিযান চলবে।