প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ২১:২৮
মহামারি করোনাভাইরাসে দেশে আরও ১৯ জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৫৯ জনে।গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে এক হাজার ৭৬৭ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৮ হাজার ৯৬৫।শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫১৯ জন। দেশে মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।