প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ২১:১৮
রাজশাহীর নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকির দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে রাজশাহীর জেলা প্রশাসন খুকির দায়িত্ব নিয়েছে।প্রায় ৩০ বছর ধরে রাজশাহী নগরীতে পত্রিকা বিক্রি করছেন খুকি। নিঃসন্তান খুকি আয়ের একটি বড় অংশ অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেন।পত্রিকা বিক্রির কাজে নামায় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পরিবারের সদস্যরা। এরপর থেকে নগরীর শিরোইল এলাকার পৈতৃক জায়গায় বাড়ি তুলে একাই বসবাস করে আসছেন অদম্য খুকি। কিন্তু বয়সের ভারে ন্যুয়ে পড়া খুকির দিন কাটছিল নিদারুণ কষ্টে।
সম্প্রতি খুকিকে নিয়ে প্রচারিত পুরোনো খবরের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে খোঁজ নিতে খুকির বাড়িতে ভিড় জমাচ্ছেন লোকজন।অনেকেই উপহার নিয়ে আসছেন। খুশি হয়ে সেগুলো গ্রহণ করছেন। তিনি জানিয়েছেন, এগুলো যাদের বেশি প্রয়োজন, তাদের বাড়ি পৌঁছে দেবেন।এর আগে লোক পাঠিয়ে খুকির খোঁজ-খবর নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছুটে গিয়েছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল।