মাগুরা পারলা গ্রামের এক যুব অভিমান করে আত্মহত্যা করছে বলে জানা যায়, চুরির মিথ্যে অপবাদ দিয়াতে সহ্য না করতে পেরে ছেলে টা রাগ অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। ছেলেটির নাম তুজাম। পিতা মুরাদ আলী গ্রাম পারলা তুজাম দীর্ঘ চার বছর মাগুরা পশু হাসপাতালের পাশে আশিকের মোটরসাইকেল গ্যারেজ কর্মচারী ছিলো জানা যায়।
গত ১২/১১/২০২০ বৃহস্পতিবার সকালে নিয়মিত তুজাম গ্যারেজে যাই। মোটরসাইকেল গ্যারেজের মাঝে পড়ে থাকা কিছু লোহা লক্কর ২ পিচ রড গুছিয়ে রাখে বিক্রি করার উদ্দেশ্যে। গ্যারেজ মালিক আশিক এসে বলে তুই এগুলো গুছিয়ে রেখেছিস কেন? গ্যারেজ মালিক বলছে এগুলো তো আমিও বিক্রি করি। তুজাম বলছে আপনি মালিক মহাজন’ হয়ে এগুলার বিক্রি করবেন কেন? এক কথায় দুই কথায় কর্মচারীকে বেধড়ক পিটিয়েছে মোটর গ্যারেজ মালিক আশিক। পরে তুজামের বড় ভাই গিয়ে গ্যারেজ থেকে তুজাম কে নিয়ে আসেন। তুজামের বড় ভাই সুজান বলে আমার ছোট ভাই বাড়ি এসে কারো সঙ্গে কথা বলে না চুপ করে বসে আছে।
তুজাম সন্ধ্যার সময় বাড়ী হতে বের হয়ে দোকানে গিয়ে নতুন দড়ি কিনে রাতেই বাড়ির পাশে একটি আম গাছে গলায় দড়ি দেয়।তার বড় ভাই বলে অনেক রাগ অভিমানে তুজাম গলায় দড়ি দেয়। তুজাম এর মা সারারাত ঘরের দরজা খুলে বসে থাকে ছেলে কখন আসবে বড় ভাই এক সঙ্গে ঘুমোই সেও সারারাত ঘুমাইনি,বসে আছে ছোট ভাই কখন আসবে?কোথায় গেলো?কি করছে ওকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকাল হতেই তুজামের মা বাড়ির পাশের একটি গাছে কি যেন ঝুলে থাকতে দেখে দৌড়ে গিয়ে দেখে তার ছেলে তুজাম গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। পরে মাগুরা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ গাছ থেকে নামায়। এখনো কোনো মামলা হয়নি বলে জানা যায়।