প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ২২:২৩
রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটের পূর্ব পাশে ফের ৩ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ১১ নভেম্বর বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। ভাই ভাই কম্পিউটার সেন্টার, সুরভী কসমেটিকস্ ও আনছারুলের মটর সাইকেল পার্টস এর দোকানের ছাদ কেটে ঘরে ঢুকে নগদ ২০ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন ও কিছু মালামাল সহ সর্বসাকুল্যে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। এর কিছুদিন পূর্বে চৌরাস্তার পাশে একই কায়দায় সিরাজুল মার্কেটের ৪টি দোকান থেকে ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।
বার বার চুরি হওয়ার কারণে রুহিয়ার ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। এ ব্যাপারে জানতে চাইলে ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, চুরির ঘটনা সকাল ৭ টার দিকে ঘটেছে। আমরা মামুন নামে একজন চোরকে ধরে থানায় সোপর্দ করেছি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, ইতোমধ্যে আমরা কয়েকজন চোরকে ধরে চালান দিয়েছি। আজকেও একজনকে ধরেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি চুরির ঘটনা অচিরেই বন্ধ হবে।