প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ২২:১
করোনাকালে বিশেষ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে ব্যস্ত হয়ে পরেছেন উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বেসরকারি এবং এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলো। এসব স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, জনপ্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ৪শত থেকে ৫ শত পর্যন্ত টাকা দাবি করছে স্কুল কর্তৃপক্ষ।অপরদিকে টাকা তোলার বিষয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,আমরা এখনো কোন সরকারী নির্দেশনা পাইনাই।
তবে এরকম অভিযোগ পাওয়ার পরপরই বিদ্যালয়গুলোকে হুশিয়ারি দিয়ে নির্দেশনা জারি করা হয়েছে। এভাবে টাকা তোলার কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্বীকৃতি স্থগিত করে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনার কারণে চলতি বছরের মার্চ মাস থেকে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় উল্লাপাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ দেয়া নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত খুলবে না স্কুল-কলেজ। ক্লাস বন্ধ থাকলেও শিক্ষার্থীদের শ্রেণি উন্নয়ন প্রশ্নে মেধা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার।