আশাশুনি উপজেলা সদরের অপুষ্ট বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর ও স্বাস্থ্যবার্তা পৌছে দেওয়া হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে ভর্র্তিরত মারাত্মক ও তীব্র অপুষ্ট (স্যাম) বাচ্চাদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক খোঁজ-খবর নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।
পাশাপাশি আশাশুনি সদর ইউনিয়নের কলেজপাড়া সংলগ্ন এলাকায় বসবাসরত মাঝারি ও তীব্র অপুষ্ট বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের স্বাস্থ্যগত খোঁজখবর নেয়াসহ অভিভাবকদের সাথে পুষ্টি ও স্বাস্থ্য বার্তা সংক্রান্ত ব্যাপারে মতবিনিময় করা হয়। সাথে সাথে মূল্যবান পরামর্শ প্রদান এবং যে কোন সমস্যায় হাসপাতালে যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি। সরকারের সহযোগিতায় এবং ইউনিসেফের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিনিয়র স্টাফ নার্স কল্যাণী সরকার, স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ তার সাথে ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।