প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০:৩৭
নাটোরের লালপুরে একই সময় যুবলীগের দুই গ্রুপ পৃথক পৃথকভাবে যুবলীগের ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন।বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪টার সময় উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের বঙ্গবন্ধু চত্বরের বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল সমর্থক লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর আয়োজনে রেলী আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,লালপুর উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুল হক মুকুল, গোলাম কাউছার, নাটোর জেলা তাঁতীলীগের সাংগাঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন, যুগ্ন সম্পাদক তহিদুল ইসলাম বাঘা,সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দিনের ছেলে আলহাজ্ব শামীম আহম্মেদ সাগর, ওয়ালিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
অপরদিকে একই সময় লালপুর উপজেলা আ.লীগ গ্রুপের সমর্থক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরলের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় লালপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান লিটনের সভাপতিত্বে ও সভাপতি খালিদ হাসান সরলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ ও নাটোর জেলা অা.লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী।এসময় উপজেলা আ.লীগের সাংগাঠনিক সাইফুল ইসলামসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।