প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ২৩:৬
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর এলাকার নওসারা সুলতানপুর মাঠে কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়েছে। অগ্নিকান্ডে ১৫ বিঘা জমির আখ পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে হঠাৎ কে বা কাহার সুলতানপুর মাঠের আখ ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। এতে সুলতানপুর গ্রামের আসমান আলীর ২ বিঘা, সোলেমান হোসেন ৫ বিঘা, আবু তাহের ১.৫ বিঘা, ছাইদার হোসেন ২ বিঘা সহ অন্ততঃ ১৫ বিঘা জমির আখ পুড়ে যায়।