প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ২২:৫৭
নওগাঁর আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমানকে তাঁর কর্মতৎপরতা স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ সম্মাননা হিসেবে তাঁকে একটি ক্রেস্ট প্রদান করেন।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম, পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এসএম হাসান সেন্টু, সাংবাদিক প্রভাষক রুহুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সম্মাননার জবাবে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান বলেন, আত্রাইবাসীর উন্নয়নে আমার জীবনকে আমি উৎসর্গ করতে চাই।