বরিশালে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে সপ্তাম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার রায়পাশা কড়াপুরের এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। মামলায় ওই স্কুলছাত্রীর চাচাতো ভাই বাদল আকনকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি মিম নামে অপর একজনকে সহযোগিতা করার জন্য মামলায় অভিযুক্ত করা হয়েছে।
স্কুল ছাত্রী ও তার পরিবার সূত্রে জানা যায়, নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে গত ১৫ অক্টোবর দুপুরে নির্যাতিতা স্কুলছাত্রীকে নগরীর হাজী মহসিন মার্কেটে নিয়ে যায় চাচাতো ভাই বাদল। পরে পার্শ্ববর্তী একটি হোটেলের চতুর্থ তলার রুমে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বাদল। এ সময় সে চিৎকার দিলে তাকে ধর্ষণ করতে পারেনি।
স্কুল ছাত্রীর পরিবারের লোকজন জানান, লোকলজ্জা আর ভয়ে এতদিন বিষয়টি গোপন রাখলেও আর যেন কারো সঙ্গে এমন অপকর্ম করতে না পারে সেজন্য বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছে ভিকটিমের পরিবার।বরিশালের কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে হোটেলের রেজিষ্টার খাতা থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এছাড়া অভিযুক্ত বাদল ও সহযোগী মিমকে ধরতে অভিযান চালানো হচ্ছে।