প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ২১:১৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য স্বাধীনতা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।বুধবার সকালে ভূরুঙ্গামারী অবসর প্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমিতি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিনিয়র এএসপি শওকত আলী, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় নেতা ওসমান গনি , উপজেলা কমান্ডার মহি উদ্দিন আহমেদ, ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম, সমিতির প্রধান পরিচালক হাজী বজলুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শিক্ষায় বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোজদার হোসেন তালুকদার ও ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা তৎকালিন দারোগা গোলাম ওয়াহেদ তরফদারকে স্বাধীনতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্যও পুরস্কার প্রদান করা হয়।