প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ১৭:২১
রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামের মরহুম ইসলাম উদ্দীনের কনিষ্ঠপুত্র ও রুহিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এর স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম (৪৩) ৯ নভেম্বর সোমবার সকাল ১১ টা ৪০ মিনিট অসুস্থতা জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না.......রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কণ্যা সন্তান, অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাখী, সহকর্মী ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এবং তৎসংলগ্ন গোরস্হানে দাফনকার্য সম্পন হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান, রুহিয়া মেডিকেল অফিসার ডাঃআবুল হাসিব, রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা বিএনপির সভাপতি সাবেক রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল,
সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, সাধারণ সম্পাদক দুলাল রবানী, রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, রুহিয়া পশ্চিম বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল আলম, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।