প্রকাশ: ৯ নভেম্বর ২০২০, ২২:৪২
ঠাকুরগাঁওয়ে গৃহ নির্মান কার্যক্রমের উদ্বোধনে জেলা প্রশাসক আলমগীর হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা ২১ নং ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় বাংলাদেশের গৃহহীন ও ভূমিহীন পরিবারের পুর্নবাসনের লক্ষে আশ্রয়ন কেন্দ্রটি উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম। ৯ নভেম্বর (সোমবার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী তে উক্ত আশ্রয়ন কেন্দ্র কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে ঠাকুরগাঁওয়ে মোট ৬৪৯টি ভূমিহীন মানুষের জন্য আশ্রয়ন কেন্দ্রর কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এই আশ্রয়ন কেন্দ্রে ১১২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের আশ্রয়ের জন্য ১১২ টি ঘর নির্মান কাজ শুরু হল যার প্রতি টি ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭০ হাজার (ভ্যাট ছাড়া)। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিহীন ময়না বেগম (শ্বামী মৃত্য, সুলতান খান) এর হাতে প্রথম ঘরটি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহাগ,
ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল, ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অজিত কুমার রায়, ঢোলারহাট ইউপি সহকারী ভূমি অফিসার গোলাম রহমান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক মেহেদী আহসান উল্লাহ চৌধুরী , ইউপি সদস্য ইমান আলী, ইউপি সদস্য প্রদীপ কুমার রায়,মিজানুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন, আমিনুল ইসলাম খতিব ঢোলারহাট জামে মসজিদ। আলমগীর হোসেন তাং০৯/১১/২০ মোঃ০১৭৪৭২৮৩০০২