প্রকাশ: ৮ নভেম্বর ২০২০, ২:৫২
বরিশালে হরিজন সম্প্রদায়ের জন্য নির্মিত ৬ তলা বিশিষ্ট সেবক কলোনির উদ্ধোধন করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রবিবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর আমির কুটির এলাকায় এ কলোনির উদ্বোধন করেন। এতে একই ছাদের নিচে নিজস্ব ঠিকানা পেলো হরিজন সম্প্রদায়ের ৪৮টি পরিবার।
হরিদাস ভক্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আমরা আজ সমাজে মানুষের মতো জীবনযাপনের সুযোগ পেলাম। সেবক কলোনির উদ্বোধনকালে মেয়র বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে উন্নয়নমূলক সকল কাজ সম্পন্ন করা হবে। শেষে ৪৮টি পরিবারের মধ্যে ফ্লাটের চাবি হস্তান্তর করেন মেয়র। উদ্বোধনী আয়োজনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, বিসিসি’র কাউন্সিলরবৃন্দ, প্রশাসন ও স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।