প্রকাশ: ৮ নভেম্বর ২০২০, ০:২৮
বেপরোয়া হয়ে উঠেছে টেকনাফ-মায়ানমার সীমান্তে স্বর্নচোরাকারবারী সিন্ডিকেট। ফের টেকনাফে ৭টি স্বর্নের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ধৃত ব্যক্তি হচ্চে সাতকানিয়া আফজাল নগরের বাসিন্দা আবদুল গণি (৪৬)। সে ওই এলাকার মৃত আবু ছিদ্দিকের পুত্র। টেকনাফ পৌরসভাস্থ লামার বাজারে মুদির দোকানের আড়ালে মাদক পাচার ও স্বর্নচোরাচালান করতো বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার ভাই লামার বাজারের গফুর সওদাগর ও বার্মিজ মার্কেট এর খেলনার দোকানদার আবদু ছবুর সওদাগর এ ব্যবসার শেল্টার দিত বলেও জানায় অনেক ব্যবসায়ী। বর্তমানে তাহারা টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিম পাশে স্থায়ী বসত বাড়ী নির্মাণ করে বসতি স্থাপন করে আসছে।
সুত্রে জানা যায়, ৮ নভেম্বর (রবিবার) হোয়াইক্যং বিজিবি চেক পোষ্টে কর্মরত নায়েক সুবেদার মোঃ শাহজাহানের নেতৃত্বে একটি টহল দল কক্সবাজার গামী একটি স্পেশাল সার্ভিস (পালকি পরিবহন) এ তল্লাশী করা কালে আবদুল গণি নামের এক যাত্রীর কাছ থেকে ৬৫ লাখ ২৯ হাজার ৫৩১ টাকা মুল্যের ৯৯ ভরি ১১ আনা ওজনের স্বর্নের বার জব্দ করা হয়েছে। পরে আট ব্যক্তির স্বীকারোক্তিতে জানায় তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার হতে স্বর্নের চালান পাচার করে বাংলাদেশে এনে টেকনাফ হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। টেকনাফ ব্যাটালিয়ন ( ২বিজিবি) অধিনায়ক, লেঃ কর্ণেঃ মোঃ ফয়সল হাসান খান পিএসসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।