প্রকাশ: ৮ নভেম্বর ২০২০, ২০:৫২
ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।আজ রোববার তাদের অবরোধের পর বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এর আগে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। করোনায় প্রফ পরীক্ষা না নেয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়াসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ৬০ মাসের বেতন পরিশোধ করতে বলা হয়। কিন্তু করোনার সময় কোনও ধরনের ক্লাস-পরীক্ষা হয়নি। আর এই সময়ে এভাবে বেতন আদায় করা অমানবিক। তার বলেন, মেডিকেলে প্রফেশনাল পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের এক মাস হলে থাকার কথা বলা হয়েছে। করোনার মধ্যে আমরা এই ঝুঁকি নিতে চাই না।রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, তাদের সড়ক ছাড়ার জন্য বোঝানো হচ্ছে। দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি আমরা।