প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ২৩:২০
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তাদের দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে একযোগে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক এ,কে,এম মজিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোসাঃ রোকেয়া বেগম, স্বাস্থ্য সহকারী মু.ফরিদ উদ্দিন, ছনিয়া আক্তার, গোলাম ফজলে রাব্বি, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলায়মান প্রমুখ।