প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ২০:৩০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া আতœহত্যার প্ররোচণাকারি প্রেমিক খোশ মামুন সুমন (২৫) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস সকালে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়েনের ধরাইল ইসলামপুর মাঝিপাড়া নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। খোস মামুন সুমন বাঙ্গালা ইউনিয়নের ধরাইল ইসলামপুর মাঝিপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার জানান,বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের প্রফেসর আব্দুর সাত্তার এর মেয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর সহরের প্রিয়তমা হলের সামনে পূবালী বাংকের ৫ তলা থেকে ঝাপদিয়ে আত্মহত্যা করে। পরে এই ঘটনায় থানায় নিহত তানিয়ার বাবা আব্দুর সাত্তার বাদী হয়ে উল্লাপাড়া থানায় খোশ মামুন সুমনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামি খোশ মামুম সুমনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে খোশ মামুন সুমন তানিয়ার সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। এবং প্রেম সম্পর্কিত কিছু আলামত ও তার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।