১৪ নভেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৯শে অক্টোবর ২০২০ ১২:৩০ অপরাহ্ন
১৪ নভেম্বর পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক দফা বাড়িয়ে ১৪ পর্যন্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়ালে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। এবার তা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হলো।

করোনার প্রভাবে প্রায় চার কোটি শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। পড়াশোনা অব্যাহত রাখতে সরকার টিভি পাঠদান দিচ্ছে। চলছে অনলাইন পাঠদান। কিন্তু এই মহামারিতে অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সামনে আসছে শীত। আর শীতে করোনার প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক দফা বাড়ানো হলো।