হাতিয়ায় চরঈশ্বর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৮শে অক্টোবর ২০২০ ১১:১৭ অপরাহ্ন
হাতিয়ায় চরঈশ্বর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত ১

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় চরঈশ্বর ইউনিয়নে প্রতিপক্ষের অতর্কিত হামলায় রাশেদ মেম্বারের ছোট ভাই রাজু (২৭) গুরুতর আহত হয়েছে। জানা যায়, আজ (বুধবার) বিকাল ৫ টার সময় খাসের হাট বেরা রোডে নিজ দোকানে থাকা অবস্থায় চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ভাতিজা সোহেলের নেতৃত্বে ২০/২৫ জন আকস্মিকভাবে রাশেদ মেম্বারের ছোট ভাই রাজু কে আক্রমণ করে রড় দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে রাশেদ মেম্বার ঘটনাস্থলে এসে রাজুকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে প্রেরণ করে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয় নি।