প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ২:১৪
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) রোহিঙ্গা ক্যাম্পে ফ্রেশ ফুড কর্নারগুলো আবারো চালু করেছে। কভিড-১৯ প্রতিরোধের ব্যবস্থা হিসেবে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর ব্যবসায়িক ও বাণিজ্যিক কার্যক্রম আবারো শুরু হলো। এসব ফ্রেশ ফুড কর্নারগুলো কক্সবাজারের স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুযোগ, যার মাধ্যমে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী উভয়েই উপকৃত হচ্ছে।
। সেখান থেকে রোহিঙ্গা পরিবারগুলো ডাব্লিউএফপি এসিস্ট্যান্ট কার্ডের মাধ্যমে নানারকম খাবার কিনতে পারে। এরপর ডাব্লিউএফপি সেই অর্থ সরাসরি কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়।প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ডাব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রেগান বলেন, ডাব্লিউএফপি-এর পরিকল্পনা আছে এই উদ্যোগকে আরো সম্প্রসারিত করার। যেন আরো স্থানীয় কৃষক ও খুচরা বিক্রেতা এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হতে পারে।