প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ২৩:১৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বুধবার সকালে নীলকমল (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ । নিহত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় মৃত নিতাই দাসের ছেলে নীলকমল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সূত্রাপুর এলাকার নীলকমল দারিদ্রতার কারণে অভিমান করে ঘরের ধর্ণার সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।কালিয়াকৈর থানার এসআই মাজহারুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।