প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ২১:৪৮
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে সেতু নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে পাঁচখোলা, কালিকাপুর ও ছিলারচর ইউনিয়নের সহস্রাধিক মানুষ এতে অংশ নেয়। এ সময় আড়িয়াল খাঁ নদের মহিষেরচর এলাকায় সেতু নির্মানের দাবী জানান তারা।ব্যানার-ফ্যাস্টুন হাতে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করে বক্তারা বলেন, একটি ব্রিজের অভাবে এই অঞ্চলের ২০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ বিচ্ছিন্ন জীবনযাপন করছে।
দীর্ঘদিন ধরে ব্রিজের দাবিতে আন্দোলন করেও সমাধান পাচ্ছেনা এলাকাবাসী। ফলে তারা বিচ্ছিন্ন জীবন যাপন করছেন। নদী পাড়াপারের একমাত্র মাধ্যম নৌকা সবসময় পাওয়া যায় না। নদীর এক পাড়ের মানুষ জরুরি প্রয়োজনেও সহজে অপর পাড়ে যেতে পারছে না। এতে করে প্রতিনিয়ত শিক্ষার্থী, রোগীসহ সব ধরনের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতু না থাকার কারণে শহরের সাথে যোগাযোগ, সুশিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিছিন্ন হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের বাসিন্দারা। এমতাবস্থায় দুর্ভোগ কমাতে মহিষেরচর এলাকায় দ্রুত একটি সেতু নির্মানের দাবী জানান তারা।