প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ১৮:৩৯
বরিশালের হিজলা থানা পুলিশের উদ্যোগে হিজলা উপজেলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার এর সভাপতিত্বে বুধবার ২৮ অক্টোবর সকাল ১১ টায় হিজলা সদর টিটি এন্ড ভিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুলাদী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল বাশার, টিটি ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, গণমাধ্যমকর্মি, জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণ। উক্ত অনুষ্ঠানে সবার সাথে উন্মুক্ত আলোচনা করেন প্রধান অতিথি। আলোচনার বিষয় গুলোর মধ্যে মা ইলিশ রক্ষা অভিযান, ধর্ষণ, মাদক, বাল্যবিয়ে,ইভটিজিং এসব উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আইনের বাহিরে গিয়ে কিছু করার পুলিশের সুযোগ নেই। আইনের মধ্যে থেকে জনগণকে সকল সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এস আই মোঃ ফারুক হোসেন।