প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ২০:৮
মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিমকে জিজ্ঞাসাবাসের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এছাড়া তার ব্যক্তিগত সহকারী দীপুসহ আরও দুইজনের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আদালতের কাছে তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের এই মামলায় সাংসদের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে এবি সিদ্দিক দিপুর নামও আছে। এছাড়া মামলাটির অন্য তিন আসামি হলেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমান।পরে সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারের দেবীদাস ঘাট লেন এলাকায় হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে ইরফানকে আটক করে র্যাব-১০। পরে তাকে ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন র্যাবের ম্যাজিস্ট্রেট। এরপর রাত একটার দিকে কারাগারে পাঠানো হয় সেলিমপুত্রকে।