প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ৩:৪২
ভোলার বোরহানউদ্দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সোমবার রাতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অপরাধে ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে রাতেই ৪ জনের ১ বছর করে কারাদন্ড ও অন্য ৯ জনের বিভিন্ন পরিমাণে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।তেঁতুলিয়া নদীতে রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন বোরহানউদ্দিন থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে ১০ জন জেলেকে আটক করেন।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. সাইফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনের ১ বছর করে কারাদন্ড এবং বাকি ৬ জনের বিভিন্ন পরিমাণে ১৪ হাজার টাকা জরিমানার জরিমানার আদেশ দেন।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেন। সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ৩ জনকে বিভিন্ন অংকের মোট ১৪ হাজার টাকা জরিমানার আদেশ দেন।কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সাচড়া ইউনিয়নের বাহারুল(২০), সাহিন (২১), সজিব (২৮), ও নুরনবী (৩৫)।এ নিয়ে চলতি অভিযানে ৩৪ জনের জেল, জরিমানা-৩০ জনকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়।