প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ৩:৩৯
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার থানার পর্যটন এলাকা কুকরী-মুকরি ইউনিয়নে ১কোটি ১০লাখ টাকা ব্যয়ে লঞ্চ ঘাট হতে কুকরী মুকরি বাজার পর্যন্ত দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সোমবার (২৬অক্টোবর) দুপুর ১টায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল ও পর্যটন এলাকা কুকরী-মুকরিতে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, কুকরি মুকরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক বিভূতিভূষণ বাবুল দাস প্রমুখ। উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি কুকরি মুকরি, চিরসবুজ প্রশান্তির এই দ্বীপকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব উন্নয়নের ছোয়া দিয়ে পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলছেন।