প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ২:৩৯
ভোলার বোরহানউদ্দিনে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ৭৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আ’লীগ কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার আগে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি।
আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশীদ, সরকারী আব্দুল জব্বার কলেজের সহকারী অধ্যাপক রাখাল চন্দ্র মিস্ত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ পলাশ বিশ^াস প্রমুখ।আলোচনা শেষে তোফায়েল আহমেদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, পৌর শহর মসজিদের খতিব মাও. মিজানুর রহমান।