প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ২১:৪১
ঢাকার ধামরাইয়ে এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভযোগে জাহিদুল ইসলাম (২৮) নামের এক জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এঘটনায় গত ১৯ অক্টোবর ধামরাই থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা।এর আগে বুধবার (২১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ভালুকা এলাকার এনভয় টেক্সটাইলস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামের ফজল হকের ছেলে। ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে পুলিশ জানান, ভুক্তভোগী স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে উত্যেক্ত করতো জাহিদুল। সে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। পরে গত ২৫ মে দাদির বাড়িতে যাওয়ার সময় গামছা দিয়ে মুখ বেঁধে একটি নির্জন স্থানের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত জাহিদুল। এঘটনায় মামলা দায়ের হলে অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়। একই সাথে শিক্ষার্থীর স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।