করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মোট ৫৭৪৭ জনের প্রাণ কাড়ল অদৃশ্য এই ভাইরাসটি। একই সময়ে নতুন করে আরও ১৬৯৬ জনের করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮২৭।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৯৬ জনের দেশে করোনা শনাক্ত হয়। একই সময়ে আরও ১৬৮৭ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।