প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ২১:২৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মোট ৫৭৪৭ জনের প্রাণ কাড়ল অদৃশ্য এই ভাইরাসটি। একই সময়ে নতুন করে আরও ১৬৯৬ জনের করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮২৭।