প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ২১:১৭
গোয়েন্দা তথ্য অনুযায়ী দুর্গাপূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানী পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।আবদুল্লাহ আল-মামুন বলেন, ২১ অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এবার বিশ্ব এক অদৃশ্য মহামারীর লড়াই করছে। তাই আমরা আশা করছি সবাই অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকবেন। এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজার আয়োজন হলেও আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত। সার্বক্ষণিক আপনাদের পাশে রয়েছি।
সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। তারপরও এমন কোনো পরিস্থিতির উদ্ভব হলে আমাদের প্রস্তুতি রয়েছে।