প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ৪:১৫
সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে আলু বিক্রয় করায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান এর সময় এই জরিমানা করেন সংস্থাটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে জেলার ভেদরগঞ্জ বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিক আলু বিক্রয় করায় ভেদরগঞ্জ বাজারের মেসার্স লালন ভান্ডারকে ৫,০০০ টাকা এবং মেসার্স সামাদ ট্রেডার্সকে ২,০০০ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের সদস্যরা অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।