প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ২৩:৩৪
স্বধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকীতে অক্টোবর মাসকে দেশজুড়ে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস’ ঘোষণা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই শ্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর থেকে সারা দেশের সব জেলা ও উপজেলায় একযোগে শুরু হয়েছে এ কর্মসূচি। গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম অনলাইনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে অক্টোবর মাসের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এই উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) পিরোপুরের ইন্দুরকানী উপজেলায় আনুষ্ঠানিকভাবে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের কার্যক্রম গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও মোবাইল মেইনটেনেন্স শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, এসও বরিন্দ্র নাথ দাস,উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগীরসহ উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তা কর্মচারি গন উপস্থিত ছিলেন।
উপহজলা নির্বাহী প্রকৌশলী লায়লা মিথুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় ইন্দুরকানীতে ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে সড়ক রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়েছে যা বছরব্যাপী চলমান থাকবে। ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ১০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে। এছাড়া গ্রামীণ অতিদরিদ্র ও কোভিড-এ সৃষ্ট বেকারত্ব নিরসনের লক্ষ্যে সড়কের নিয়মিত ক্ষণাবেক্ষণের শ্রমঘণ কাজে স্থানীয় ভাবে ৪৪ জন নারী নিয়োগ করে বছরব্যাপী সড়ক সংস্কার কর্মসূচিতে গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।