প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ৩:৪৯
ব্রাহ্মণবাড়িয়া সরাইলউপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ মোঃ হাবিবুর রহমান ৫৩৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির মনোনীত প্রার্থী হাজী মোঃ বাহার মিয়া লাঙ্গল প্রতীক পেয়েছেন ৪৫১৯ ভোট মোঃ হুমায়ুন কবির আনারস প্রতীকে পেয়েছেন ৪৪৭০ ভোট, আছাদ উল্লাহ মিনার প্রতীক পেয়েছেন ১১৭ ভোট।
মঙ্গলবার( ২০ অক্টোবর ) সন্ধ্যায় সরাইল উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, সরাইল উপজেলা চুন্টা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এই ইউপির মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৫১ জন।