বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২০শে অক্টোবর ২০২০ ০৫:১৮ অপরাহ্ন
বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলের জেল-জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মা ইলিশ রক্ষা পৃথক অভিযান চালিয়ে সোম ও মঙ্গলবার ২৪ ঘন্টায়  ১৬  জন জেলেকে আটক করেছে। আটক ১৬ জনের মাধ্যে  ১১ জনকে  ১ বছর করে কারাদন্ড ও ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।উপজেলা মৎস্য বিভাগ জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ  তেঁতুলিয়া নদীতে  অভিযান চালিয়ে ৯ জন জেলেকে মা ইলিশ ধরার অপরাধে আটক করে। এছাড়া সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম সাজমুস সালেহীন থানা পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ জন জেলেকে আটক করেন। ওই সময় ১ হাজার মিটার জাল ও মাছ জব্দ করা হয়। 

আটককৃতদের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম শোয়াইব আহমাদের দপ্তরে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ জনকে ১ বছর করে কারাদন্ড ও ৫ জনকে ২ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়মানিকা ইউনিয়নের মো. মফিজ(৬০), মো. ফরিদ(২২), মো. শাকিব(২২),মো. ফিরোজ, মো. রাকিব, মো. আলমগীর, সাচড়া ইউনিয়নের মো. জসিম(২৮), মো. রুবেল(২৫), পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপের  আব্দুল জব্বার(১৮),আব্দুল বারেক হোসাইন(১৯), মো. আশ্রাফ(১৮)। এছাড়া সাচড়া ইউনিয়নের জামসেদ, হাসনাইন, ফজলে রাব্বি, বড়মানিকার শাহিন, চন্দ্রদ্বীপের কামরুলকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। 
এ নিয়ে উপজেলায় মঙ্গলবার পর্যন্ত ২০ জনকে জেল, ১৮ জনকে জরিমানা করে ৭৩ হাজার টাকা আদায় করা হয়।