বোরহানউদ্দিনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারি পরিষদের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২০শে অক্টোবর ২০২০ ০৩:৪১ অপরাহ্ন
বোরহানউদ্দিনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারি পরিষদের সম্মেলন

ভোলার বোরহানউদ্দিনে বেসরকারি স্কুল,কলেজ,মাদ্রাসার তৃতীয় শ্রেণির কর্মচারি পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন রহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. শামছুদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন,  বোরহানউদ্দিন কামিল(আলিয়া)মাদ্রাসার অধ্যক্ষ এবি আহম্মদ উল্যাহ আনছারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন,রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মেজবাহউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বশির উল্লাহ্। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেদ্রিয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. জিহাদ হোসেন। ওই সময় তিনি ন্যায় সঙ্গত ৬ দফা দাবি উল্লেখ করে তা বাস্তবায়নে আন্দোলন-সংগ্রামে সবার সহযোগীতা কামনা করেন।

সম্মেলনে আরো বক্তৃতা করেন, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের নেতা  মো. রাকিব হোসেন,  মো. হেলালউদ্দিন, মো. আমির হোসেন, মো. শাহাজাদা, মো. হান্নান, আলী আজগর প্রমুখ।সম্মেলনের দ্বিতীয় পর্বে  মো. মো. শামছুদ্দীনের সভাপতিত্বে  সভাপতি,  মো. মোসলেহউদ্দিনকে সাধারণ সম্পাদক ও সহিদউল্যাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট্য উপজেলা কমিটি গঠিত হয়।