প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ২০:১৪
ভোলার চরফ্যাসন বাজারে সদর রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে।মঙ্গলবার (২০অক্টোবর) সকাল ৭টার দিকে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।চরফ্যাসন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। অগ্নীকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। চরফ্যাসন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ ও পৌর কাউন্সিলর আকতারুল আলম শামু দূর্ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
চরফ্যাসন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান,আমরা খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। অগ্নিকান্ডে সদর রোডের আল-আমীন হোটেল এন্ড রেস্টুরেন্ট, সৌদিয়া গ্লাস হাউজ, বনফুল হোটেল, বরকত বেডিংসহ পাশের আরও ২টি দোকান পুড়ে গেছে।স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।