অতিরিক্ত যানবাহনের চাপ ও নাব্য সংকটে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ- রুটের ফেরিঘাটে বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। আজ সোমবার(১৯ অক্টোবর) মধ্যরাত থেকে ঘাটের দুই টার্মিনাল ও ঢাকা-আরিচা- ঢাকা- পাটুরিয়া মহাসড়কের উথলী সংযোগ মোড় এলাকায় আটকে আছে আট শতাধিকের উপরে পণ্যবাহী ট্রাক। এছাড়া সকাল ১০ টার পর থেকেই ফেরিঘাট এলাকা থেকে নতুন ফরিদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে যাত্রীবাহী বাসের অপেক্ষমাণ সারি।
সবমিলিয়ে ঘাটে পারের অপেক্ষায় আছে সহস্রাধিকের উপরে যানবাহন। এ যানজটের কবলে পড়ে থাকা যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নৌ -রুটে ১৮ টি ফেরির মধ্যে ১৬ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। অন্য দুইটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য নেওয়া হয়েছে। ঘাটের বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও নাব্য সংকটে ফেরি চলাচল ব্যহত হওয়ায় পারাপারের ক্ষেত্রে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।