রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিতরা হলেন, আনিসুর রহমান (৫৫) ও তার ছেলে ফাহিম (১৬)। আনিসুর রহমান দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মাতুয়াইলের মধ্যপাড়ায় থাকতেন।
নিহতদের প্রতিবেশী সাকিব ও জাকারিয়া আহমেদ জানান, আনিসুর রহমানের বড় ছেলে সাদমান রাহিম ও ছোট ছেলে সাদমান ফাহিম রবিবার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় একটি মোটরসাইকেলে ছিলেন সাদমান রাহিম ও তার বাবা আনিসুর রহমান। অপর একটি মোটরসাইকেলে ছিলেন সাদমান ফাহিম।
কোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় সাদমান রাহিম অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।নিহত আনিসুরের শ্যালক মো. মাহমুদ জানান, দুর্ঘটনার পর তাদেরকে ঘটনাস্থলের কাছে একটি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকেরা রাহিমকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অবস্থায় আনিসুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।