প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ২:৫৩
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে হিজলা নৌ পুলিশ সদস্যরা। নৌ পুলিশের ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, রবিবার ১৮ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ এবং জাল সহ ৬ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলো শরিয়তপুরের গোসাইর হাট এলাকার মোঃ শাহ পরান, শাহজাহান প্যাদা, কাঞ্চন বেপারী, আলী আহম্মদ, মোঃ কালাম এবং হিজলার বড়জালিয়ার মোঃ কিরন বেপারী।
জেলেরা হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ এর আদালতে তাদের অপরাধ স্বীকার করলে মৎস্য আইনে ৬ জেলের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন তিনি। আটক হওয়া মাছ গুলো একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক করা জাল গুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।