প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১৯:৩
রাজধানীর আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা–কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন এবং অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন। সম্প্রতি রাজধানীতে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করতে দেখা গেছে। বৈঠকে আলোচিত হয়েছে, আপাতত রাতে এই দুটি অ্যাপের ব্যবহার সীমিত করা যেতে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে প্রায় ১৫০ জন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে। এর জন্য নির্বাচন কমিশন (ইসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তি (এমইউ) করার প্রস্তাব করেছে ইইউ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান,
অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনলাইন যোগাযোগ ও ভার্চুয়াল বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। টেলিগ্রাম ও বোটিম এই অ্যাপস দুটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ জরুরি বলে মন্তব্য
খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে এবং এ উৎসব সফলভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি
বাংলাদেশকে তিনটি বড় প্রকল্পে ঋণ ও অনুদান হিসেবে ২৯ কোটি ৯৬ লাখ ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৬২৯ কোটি টাকা। সোমবার (২৯ সেপ্টেম্বর) এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এ সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, খুলনা শহরে সুপেয় পানি সরবরাহের