প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ৩:২৫
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৭ জেলেকে আটক করেছে হিজলা নৌ পুলিশ সদস্যরা। নৌ পুলিশের ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, শনিবার ১৭ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ এবং জাল সহ ৭ জেলেকে আটক করা হয়েছে।
জেলেরা হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ এর আদালতে তাদের দোষ স্বীকার করলে মৎস্য আইনে ৭ জেলের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি। আটক হওয়া মাছ গুলো উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।